অনুমতি ছাড়া অন্যের ছবি শেয়ার করতে দেবে না টুইটার

0

অনুমতি ছাড়া টুইটারে অন্যের ব্যক্তিগত ছবি শেয়ার করা যাবে না। মঙ্গলবার টুইটার নতুন এ নিয়ম চালু করার কথা বলেছে।

ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়ালকে সিইও হিসেবে নিয়োগ দেওয়ার পরদিনই টুইটার তাদের নীতিমালায় পরিবর্তনের এই ঘোষণা দিল।

নতুন নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া কোনো ছবি পোস্ট করা হলে টুইটারকে ছবি বা ভিডিও সরিয়ে নিতে বলা যাবে। তবে তারকা বা জনপ্রিয় ব্যক্তিদের জনস্বার্থে পোস্ট করা কোনো ছবি বা ভিডিও এর আওতায় পড়বে না।

টুইটার কর্তৃপক্ষ বলেছে, কোন ক্ষেত্র বা বিবেচনায় ছবি বা ভিডিও পোস্ট করা হচ্ছে, তা বিবেচনা করা হবে। টুইটারে এত দিন অন্যের ছবি বা কনটেন্ট পোস্ট করা নিয়ে বিতর্ক ছিল। টুইটার ইতিমধ্যে কোনো ব্যক্তির ফোন নম্বর বা ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য প্রকাশ নিষিদ্ধ করেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com