হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা-ভাঙচুরের ঘটনায় বরিশালে বিক্ষোভ

0

ভারতের আগরতলা সহকারি হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে ছাত্র ও রাজনৈতিক দল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিএনপি পৃথক পৃথক বিক্ষোভ করে। বিক্ষোভে হামলাকারীদের বিচার ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।

বেলা ১১টায় সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে হাসপাতাল রোড, সদর রোড, ফজলুল হক এভিনিউ, লঞ্চঘাট, গীর্জা মহল্লা ঘুরে সাড়ে ১২টার দিকে সদর রোড অশ্বনী কুমার হলের সামনে এসে শেষ হয়। এদিকে মহানগর বিএনপির উদ্যোগে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ১টার দিকে একই স্থানে এসে মিছিল শেষ হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ভারতের উগ্রবাদিরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারি হাইকমিশনে হামলা চালায়। ভারত এর মাধ্যমে স্পষ্ট করলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হামলা চালিয়েছে।

আরেক শিক্ষার্থী রাখি বলেন, স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেব। শিক্ষার্থী জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন মেনে নেওয়া হবে না। ভারত যে কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না তার প্রমাণ হয়ে গেছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

শিক্ষার্থী গোলাম মোস্তফা বলেন, আমাদের সীমান্তে ভারতের উগ্রবাদীরা প্রবেশের চেষ্টা দেখিয়ে দুঃসাহস দেখিয়েছে। আমরা আর ছাড় দেব না। বাংলাদেশ জেগে উঠেছে। আমাদের আর ভুল বুঝিয়ে দমিয়ে রাখা যাবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com