মানুষ নয় কর্মহীন হলো রোবট: সিদ্ধান্ত গুগলের

0

কিছু দিন আগে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল গুগল। টেক সংস্থাটির পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে কর্মীদের তা জানিয়ে দেয়া হয়েছিল। তবে এবার মানুষ নয়, গুগলে কর্মরত রোবটদেরও ছাঁটাই করছে গুগল। রোবটগুলো গুগল অফিসের দৈনন্দিন কাজগুলো যেমন ক্যাফেটেরিয়া পরিষ্কার, ক্যাফের টেবিল পরিষ্কার, গেট খুলে দেয়া, ময়লা পরিষ্কারের মতো কাজগুলো করত। এবার তাদের সেসব কাজ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

জানা গেছে, এভরিডে রোবটস নামে গুগলের একটি পরীক্ষামূলক বিভাগ রয়েছে। সেখানেই রোবট তৈরি ও প্রশিক্ষণ দেয়া হতো। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দিয়ে ক্যাফের বিভিন্ন কাজ করানো হতো। সেই বিভাগটিই এবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগলের পেরেন্ট বডি আলফাবেট। রোবটগুলো অনেক কাজের হলেও তা বেশ দামী। প্রতিটি রোবটের মূল্য কয়েক হাজার ডলার। মূলত ব্যয় কমাতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানি। এবার একই কারণে এ বিভাগটি বন্ধ করা হচ্ছে।

সংস্থা সূত্রে জানা গেছে, রোবটদের নিয়ে পরীক্ষামূলক সেই বিভাগে দু শ’রও বেশি কর্মী কাজ করতেন। বিভিন্ন ধরনের রোবটিক্স প্রকল্পের কাজ সেখানে হতো। তাদের প্রশিক্ষণ দেয়ার দায়িত্বও ছিল ওই কর্মীদের ওপর। প্রশিক্ষণের পর অফিসের বিভিন্ন কাজগুলো করত রোবটগুলো। নিজেদের বাজেটের কারণে রক্ষণা-বেক্ষণের চাপ বাড়ায় বিভাগটি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে রোবটগুলোর আলাদা করে কোনো অস্তিত্ব থাকছে না।

জানা যায়, এর আগে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে গুগল। এজন্য কোম্পানির সিইও কর্মীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। আলফাবেটের এ সিদ্ধান্তের বিরোধিতাও করেন বহু কর্মী।
সূত্র : হিন্দুস্তান টাইমস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com