টুইটারে ডাউনভোট চালু করলেন ইলন মাস্ক

0

সম্প্রতি জনপ্রিয় মাইক্রো-ব্লগিং সাইট টুইটার কিনেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এরপর থেকেই টুইটারের বড়সড় বদল আনতে চলেছেন তিনি। একাধিক কর্মী ছাঁটাই থেকে শুরু করে নতুন ফিচার যুক্ত করেছেন ইলন মাস্ক।

টুইটারের ডাউনভোট ফিচারের মাধ্যমে কী কী কাজ করা যাবে তা এখনো জানা যায়নি। তবে এতটুকু বোঝা যাচ্ছে এটি ইউটিউবের ডিসলাইক বোতামের মতো নয় একেবারেই। এই ফিচারটি সরাসরি পোস্টের জন্য নয়, শুধু পোস্টের উত্তর দেওয়ার জন্য রাখা হয়েছে।

টুইটারে অপমানজনক ভাষা ও অপ্রাসঙ্গিক মন্তব্যের সঙ্গে মোকাবিলা করার জন্য এই ফিচারটি ব্যবহার করা হবে। তবে ডাউনভোট ফিচার পাবলিক করা হবে না। এমনকি ডাউনভোট গণনা করারও কোনো উপায় নেই। এখন থেকে কোনো ব্যবহারকারী সাড়া না দিলে, তারা টুইটারে ডাউনভোট করে তা জানাতে পারেন।

টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, ডাউনভোটগুলো ব্যক্তিগত, এই ভোটগুলো কখনো পাবলিক করা হবে না। এমনকি এই ফিচারের বিষয়ে টুইটার অন্য কারো সঙ্গে তথ্যও ভাগ করবে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com