দেশের মানুষ নিরাপদ নয়, দেশ চালাচ্ছে মাফিয়ারা: রিজভী
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন ব্যাংকের অর্থ লোপাটের অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘মুরগি চুরি থেকে ছাগল চুরি, কোনও চুরিই তারা বাদ রাখেনি।’]
আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাংকের অর্থ চুরির অভিযোগ করে রিজভী আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ চুরি করেছেন আওয়ামী লীগের নেতারা। বেসিক ব্যাংকেরও অর্থ চুরি করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন জায়গায় পাবলিক প্রতিষ্ঠান চুরি করেছে।’
তিনি বলেন, ‘ফরিদপুরে ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে, এটা যেমন চুরি, আবার ছাত্রলীগ নেতা মাদারীপুরের তুহিন ছাগল চুরি করেছে, এটাও চুরি। মুরগি চুরি থেকে ছাগল চুরি, কোনও চুরিই তারা বাদ রাখেনি।’
গতকাল সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ভারত থেকে আসা করোনা ভাইরাস প্রতিরোধী টিকাকে ‘ত্রুটিপূর্ণ’ দাবি করে সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, ‘ভারত থেকে যে টিকা এসেছে, আপনারা প্রমাণ করুন, ‘এ টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু এ টিকা নিচ্ছেন না। ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমকে (শিউলি আজাদ) নিয়ে খবরের কাগজে এসেছে, তিনি টিকা নেয়ার অভিনয় করেছেন। তাহলে আমাদের কথা ঠিক। ভারত থেকে যে টিকা এসেছে, তা নির্ভুল নয়, ত্রুটিপূর্ণ।’
বিএনপির এই শীর্ষনেতা নেতা বলেন, ‘দেশ চালাচ্ছে মাফিয়ারা। এর প্রমাণ পৌরসভা নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী যিনি আওয়ামী লীগ করতেন, তাকে এসপি সাহেব ডেকে নিয়ে বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ে তার সঙ্গে কথা হবে। এসপি সাহেবের ডাকে তিনি গিয়েছেন। তাকে গাড়িতে করে সরাসরি ঢাকায় নিয়ে আসা হয়েছে। তাকে আওয়ামী লীগের অফিসে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তুমি প্রার্থিতা প্রত্যাহার করো’। এ কাজ কারা করে? পুলিশ মানুষের নিরাপত্তা দেবে। কিন্তু সেই পুলিশ একজনকে ডেকে ঢাকায় নিয়ে এসেছে। ওবায়দুল কাদের যে কাজ করেছেন, এ তো মাফিয়ারা করে, ডনরা করে, ডাকাতরা করে।’