ভালোবাসার আগে যে প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি

0

ভালোবাসা আর ভালোলাগার মধ্যে পার্থক্য খুঁজতে গিয়ে নিউইয়র্কের স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী আর্থার অ্যারন নিজের স্ত্রীসহ অনেক মানুষের সঙ্গে কথা বলে কিছু প্রশ্ন তৈরি করেছেন। ১৯৯৭ সালে সান স্টোনি ব্রুক স্টাডিতে ওই প্রশ্নগুলো তুলে ধরেন তিনি। অন্তরঙ্গ এবং ব্যক্তিগত সম্পর্কের বিশ্লেষক হিসেবে পরিচিত অ্যারন মনে করেন কোনো আগন্তুকের সঙ্গে বন্ধুত্ব, রোমান্স কিংবা বিয়ের মতো সম্পর্কে জড়ানোর আগে এই প্রশ্নগুলোর উত্তর জানা উচিত।

প্রশ্ন ১: পৃথিবীর যে কারো ভেতর থেকে যদি আপনাকে ডিনারে যাওয়ার জন্য একজনকে বেছে নিতে বলা হয় আপনি কাকে নেবেন?

প্রশ্ন ২: আপনি বিখ্যাত হতে চান? হওয়ার পথে কাকে সঙ্গী করতে চান?

প্রশ্ন ৩: কারো সঙ্গে কখনো ফোনে কথা বলার আগে কী বলবেন সেটির প্রস্তুতি নিয়েছেন? কেন?

প্রশ্ন ৪: কে সঙ্গে থাকলে আপনার দিন ‘পারফেক্ট’ হবে?

প্রশ্ন ৫: জীবনের শেষ দিনে কাকে পাশে চান?

প্রশ্ন ৬: যাকে জীবনসঙ্গী করতে চান, তার সঙ্গে আপনার তিনটি মিল খুঁজে বের করুন। কোনো মিল আছে?

প্রশ্ন ৭: কার জন্য আপনি নিজেকে পাল্টাতে প্রস্তুত?

প্রশ্ন ৮: সর্বশেষ কার সামনে আপনি কেঁদেছেন?

প্রশ্ন ৯: আজ সন্ধ্যায় যদি আপনার মৃত্যু হয়, তার আগে কারো সঙ্গে যদি আপনার যোগাযোগ করার সুযোগ না থাকে, তাহলে কোন না বলার কথার জন্য অনুতপ্ত হবেন? এবং তিনি কে?

প্রশ্ন ১০: যদি আপনি জেনে যান আর এক বছর বাঁচবেন, তাহলে কার সঙ্গে থাকতে চান? কেন?

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com