গোপালগঞ্জে চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিককে পুলিশে দিলো জনতা

0

গোপালগঞ্জে চাঁদাবাজির অভিযোগে শফিকুল ইসলাম ও ইকবাল মিয়া নামে দুই সাংবাদিককে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার নিজড়া এলাকা থেকে স্থানীয় জনতা তাদেরকে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটক শফিকুল ইসলাম গোপালগঞ্জ শহরের বিসিক এলাকার বাসিন্দা। তিনি আজকের বাংলাদেশসহ কয়েকটি জাতীয় দৈনিকের গোপালগঞ্জ প্রতিনিধি। অপর সাংবাদিক ইকবাল মিয়া টুঙ্গিপাড়া উপজেলার বাসিন্দা। তিনি ভোরের সময় নামের একটি অনলাইন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন বলেন, বিকেলে সদর উপজেলার নিজড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়ির পাশে ড্রেজার দিয়ে মাটি কাটছিলেন। এসময় ওই দুই সাংবাদিক গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় জনতা ও ড্রেজার মালিক তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তারা থানায় রয়েছেন। ড্রেজার মালিক লিটন বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com