চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের গ্রুপে নিউজিল্যান্ড

0

গ্যালারিতে বসে একেক জনের নাম নিলেন মিচেল স্যান্টনার। প্রত্যেকের পেছনেই যুক্ত করলেন একটি করে বিশেষণও।

যাদের নাম নেওয়া হয়েছে, তাদের নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে যাবে নিউজিল্যান্ড। যথারীতি অধিনায়কত্বের ভার থাকছে স্যান্টনারের কাঁধেই।

আইসিসি টুর্নামেন্টের দল ঘোষণায় এর আগেও ভিন্নতা দেখিয়েছে কিউইরা। এবারও ব্যতিক্রম হয়নি। ১৫ সদস্যের দলে চমক হিসেবে রয়েছেন বেন সিয়ার্স। এখন পর্যন্ত ওয়ানডে অভিষেক হয়নি তার। তাছাড়া গত এপ্রিলের পর চোট কাটিয়ে কেবল একটি টি-টোয়েন্টি ম্যাচই খেলতে পেরেছেন।

অনভিজ্ঞ পেস অ্যাটাকে লকি ফার্গুসন ও ম্যাট হেনরির সঙ্গী হিসেবে রয়েছেন উইলিয়াম ও’রুর্ক ও ন্যাথান স্মিথ।

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেখানেও একই দল রাখা হয়েছে।

দল নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘এখন আমাদের কাছে দারুণ কিছু ক্রিকেটার আছে, যা দল নির্বাচনের আলোচনা চ্যালেঞ্জিং করেছে। তবে আমরা শেষ পর্যন্ত ওই স্কোয়াডই বিবেচনা করেছি, যাদের পাকিস্তান ও আরব-আমিরাতে ভালো করার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। ’

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড। আসরের প্রথম দিনই স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইলিয়াম ও’রুর্ক, গ্লেন ফিলিপ্স, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com