প্রেম করে ঘর ছেড়ে না পালানোর শপথ শিক্ষার্থীদের

0

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে ঘর ছেড়ে পালানো প্রতিরোধকল্পে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করালেন থানার ওসি হারুন অর রশিদ।

মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের এ শপথবাক্য পাঠ করানো হয়।

ওসি হারুন অর রশিদের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা শপথ করে বলেছে— আমরা আজ থেকে শপথ করছি যে, আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিয়মিত পড়াশোনা চালাব এবং মা-বাবা ও শিক্ষকদের আদেশ মেনে চলব। অযথা মোবাইল ব্যবহার করব না। নিজেকে যোগ্য স্থানে প্রতিষ্ঠিত করার জন্য নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখব। কোনো প্রকার অবৈধ সম্পর্কে জড়াব না।

সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রাপ্ত বয়সে প্রেমের ফাঁদে পড়ে পিতামাতার বিনা অনুমতিতে ঘর ছেড়ে পালানোর প্রতিরোধকল্পে সচেতন করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। তাই এ শপথ আয়োজন করা হয়েছে।

এ সময় সোনাইমুড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ সোনাইমুড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমান সময়ে সোনাইমুড়ীসহ জেলার বিভিন্ন জায়গায় অনেক মেয়ে প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়ে গেছে বলে তাদের পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ করেন। সে জন্যই পালিয়ে যাওয়া রোধেকল্পে এ ধরনের উদ্যোগ নেন ওসি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com