টিপু-প্রীতি হত্যা: এখনো ‘বহাল তবিয়তে’ কাউন্সিলর মনসুর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর। মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। এ মামলার চার্জশিটভুক্ত আসামি হলেও মনসুরের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার আইনে কোনো কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালত গ্রহণ করলে তাকে বরখাস্ত করার বিধান আছে। আলোচিত এ হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পেরোলেও স্ব-পদে থেকে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন অভিযুক্ত মনসুর।
এ হত্যা মামলার বাদী ডিএসসিসির সংরক্ষিত-৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। তিনি জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী। ডলির অভিযোগ, টিপু হত্যাকাণ্ডের পেছনে কাউন্সিলর মারুফ আহমেদ মনসুরের বড় ভূমিকা ছিল। আদালতে দাখিল করা ডিবি পুলিশের চার্জশিটে (অভিযোগপত্র) তা স্পষ্ট উল্লেখ আছে। তাই মনসুরসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে। এক বছর আগে এ অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। কিন্তু এখন পর্যন্ত মারুফ আহমেদ মনসুরকে বরখাস্ত করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়।