বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বাড়ছে নদীর পানি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি

0

বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার ওপর দিয়ে প্রবাহিত নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকার প্লাবিত হচ্ছে ফসলি জমি। তলিয়ে যাচ্ছে পাট-তিলসহ বিভিন্ন ফসল।

অপরদিকে পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে।

বুধবার (৩ জুলাই) টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নূরুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com