ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ

0

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদের মধ্যে বোরহান উদ্দিন (২১) ও ফয়সাল (২৭) নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে অবস্থান নেওয়া শহর ও উপজেলার শিক্ষার্থীরা উপস্থিত হন। সভার এক পর্যায়ে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামরি শুরু হয়।

এ সময় বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং বোরহান ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com