‘জয় শ্রীরাম’ স্লোগানে মোদীকে রেখে মঞ্চ ত্যাগ মমতার, বিস্ফোরক নুসরাত

0

দাম্পত্য জীবন নিয়ে এমনিতেই টানাপোড়েনে আছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। এবার সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়া নিয়ে তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ ছাড়ার ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন তিনি। 

এ ঘটনার নিন্দা জানিয়ে টুইটারে ক্ষোভ ঝেড়ে তৃণমূলের সংসদ সদস্য নুসরাত লিখেন- ‘নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি কর্মসূচিতে রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান দেয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। গলা টিকে ধরে রাম নাম কীসের? হ্যাশট্যাগে সেভ বেঙ্গল ফ্রম বিজেপি (#SaveBengalFromBJP) এবং লজ্জা (#Shame) জুড়ে দেন এ অভিনেত্রী।

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৪তম জন্মবার্ষিকী ঘিরে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে আসা দর্শকদের মধ্যে থেকে হঠাৎই ‘জয় শ্রীরাম’ ও ‘মোদী মোদী’ স্লোগান উঠলে ক্ষুব্ধ মমতা ভাষণ না দিয়েই মঞ্চ ত্যাগ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com