ফের ভারত-চীনের সংঘর্ষ, উত্তাল সীমান্ত

0

বিরোধপূর্ণ হিমালয় অঞ্চলে আবারও সংঘর্ষে জড়িয়েছে ভারত ও চীন। উভয় পক্ষের সংঘর্ষে দু’পক্ষের সেনারাই আহত হয়েছে। এর আগে গত বছরের মে মাসেও চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। এর পর গত সপ্তাহে আবারও তারা সংঘাতে জড়িয়ে পড়ে।

সামরিক সূত্রের বরাতে সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতের হিমালয়ান রাজ্য সিকিমের নাকু লা পাসে গত সপ্তাহে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। নাকু লা’র সঙ্গে চীনের তীব্বত অঞ্চলেরও সংযোগ রয়েছে।

ভারতীয় সামরিক কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমের খবর বলছে, একটি চীনা টহল দল ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে চীনা বাহিনীর অন্তত ২০ জওয়ান জখম হয়। আর ভারতের ৪ জওয়ান হয়। এরপর চীনা সেনারা পিছু হটে। তবে এ ব্যাপারে চীনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ভারতীয় পত্রিকা আনন্দবাজার জানিয়েছে, চীনা সেনারা সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে ভারতীয় বাহিনীর বাধায় শেষ পর্যন্ত পিছু হটে তারা। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com