রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জাপা চেয়ারম্যানের
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন ঈদ-উল- আযহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। রোববার (৩ জুলাই) জাপা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার সকালে ও দুপুরে জাপা চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা কার্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবিরুল ইসলাম ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজুর হাতে এই ঈদ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।