আ.লীগ নেতা মুকুল বোসের মরদেহ ঢাকায়
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মরদেহ ভারত থেকে ঢাকায় আনা হয়েছে ৷
রোববার (৩ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে মুকুল বোসের মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ৷ এরপর আওয়ামী লীগের প্রতিনিধি দল তার মরদেহ গ্রহণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
এসময় মুকুল বোসের মেয়ে নাতাসা বোস উপস্থিত ছিলেন ৷
ভারতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জুলাই) ভোরে মৃত্য হয় মুকুল বোসের ৷