২৮ জুলাই রূপরেখা জানাবে গণতন্ত্র মঞ্চ

0

আগামী ২৮ জুলাই রূপরেখা প্রকাশ করবে সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ। শনিবার (২ জুলাই) রাতে মঞ্চের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রবিবার (৩ জুলাই) বিকালে মঞ্চের দুই অন্যতম উদ্যোক্তা সাইফুল হক ও জোনায়েদ সাকি এ কথা জানান।

জানা গেছে, শনিবার রাতে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা হয়। ওই সভায় সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে রাজপথে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান নেতারা।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা জিন্নুর চৌধুরী দীপু, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক  কামালউদ্দীন পাটোয়ারী, রাষ্ট্র  সংস্কার আন্দোলনের সমন্বয়কারী হাসনাত কাইয়ুম প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com