বিএনপির ঈদের পর আন্দোলন, ১৩ বছর ধরে শুনছি: তথ্যমন্ত্রী
বিএনপির ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, এটি গত ১৩ বছর ধরে শুনে আসছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৩ জুলাই) দুপুর ১টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির ঈদের পর আন্দোলনের হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন এটি গত ১৩ বছর ধরে শুনে আসছি। এটা কি এই ঈদের পরে বলেছে, নাকি কোন ঈদের বলেছে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, জনগণ তাদের আন্দোলনে কখনো সাড়া দেয়নি। জনগণ তাদের ওপর নানা কারণে বিরাগ। কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করে না।