ইউক্রেন যুদ্ধ নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান

0

নতুন উদ্যমে নিজেদের রিজার্ভ বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে তাইওয়ান। প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই এবং অস্ত্র চালনার প্রশিক্ষণের সময়ও দ্বিগুণ করা হয়েছে। তবে কি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে নিজেদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছে তাইওয়ান? নতুন একটি স্কিমের অধীনে নিজেদের রিজার্ভ বাহিনীর প্রশিক্ষণকার্যক্রমে গতি এনেছে তাইওয়ান। তাইওয়ান সরকার গত বছরের শেষ দিকেই তাদের রিজার্ভ বাহিনীর প্রশিক্ষণ প্রকল্পে সংস্কার আনে।

নতুন নিয়মে প্রতি বছর পাঁচ থেকে সাত দিনের পরিবর্তে এখন রিজার্ভ বাহিনীকে দুই সপ্তাহের প্রশিক্ষণ নিতে হবে। এ মাস থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এ ছাড়া প্রতিপক্ষের বিরুদ্ধে সরাসরি লড়াই, যেমন অস্ত্র চালানোর মতো প্রশিক্ষণের সময়ও আগের থেকে বাড়ানো হয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন শনিবার রাজধানী তাইপের কাছে নানশিপু ফায়ারিং রেঞ্জে রিজার্ভ বাহিনীর প্রশিক্ষণকার্যক্রম দেখতে গিয়েছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com