ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের পরিণতি জানিয়ে সতর্ক করল ইরান
সম্প্রতি হামলা পাল্টা হামলায় রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছে ইসরাইল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে সোমবার বিমান হামলা চালিয়েছে ইসরাইল। যেই হামলায় প্রায় ৫০০ জন লেবানিজ মারা গেছেন। হামলার জবাবে পাল্টা হামলার হুমকি এসেছে হিজবুল্লাহর পক্ষ থেকেও। এই অবস্থায় গোটা মধ্যপ্রাচ্যেই বিরাজ করছে উত্তেজনা।
এই যুদ্ধের ভয়াবহ পরিণতির কথা জানিয়ে সোমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব সম্প্রদায়কে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইসরাইল-হিজবুল্লাহর পুরনো দ্বন্দ্বে যোগ দিতে ইরানকে উসকানি দিয়ে মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় ইসরাইল; এমন মন্তব্য করেছেন পেজেশকিয়ান।
নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না। কারণ এর পরিণতি অপরিবর্তনীয় হবে। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা যুদ্ধ চাই না। ইসরাইল এই সংঘাত সৃষ্টি করতে চায়।’
এছাড়াও পেজেশকিয়ান গাজায় ‘ইসরাইলের গণহত্যার’ কথা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুলেছেন।