দক্ষিণ কোরিয়া রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছে: মঈন খান

0

দক্ষিণ কোরিয়া রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দুই দেশের সম্পর্কে দুই দেশের জনগণ উপকৃত হবে, এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেছেন, আমরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মঈন খান আরও বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা এবং ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ছাত্রবিপ্লব এবং বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে।

মঈন খান বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে আসেনি। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে। দুই দেশের জনগণ এতে উপকৃত হবে। অতীতের মতো ভবিষ্যতেও আমরা কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবো। যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, উভয় দেশ সৌহার্দ্য বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবো।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা তাজবিরুল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com