পুতিনকে মল্লযুদ্ধে আহ্বান এলন মাস্কের, বাজি ইউক্রেন!

0

ইউক্রেন আক্রমণ করায় রাশিয়ার ওপর নানাবিধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব।

কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিয়েছেন, সরাসরি সামরিক সংঘাতে যাবে না তার দেশের সেনা। কারণ তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে।

বাইডেন না পারলেও ভ্লাদিমির পুতিনকে একের বিরুদ্ধে এক মল্লযুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়লেন এক ব্যক্তি। তিনি যে সে কেউ নন, পৃথিবীর ধনীতম ব্যক্তি এলন মাস্ক।

টুইট করে মাস্ক লিখেছেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে চ্যালেঞ্জ করছি। একের বিরুদ্ধে এক লড়াইয়ে। বাজি হল ইউক্রেন।’ পরে সেই টুইটের তলায় ফের পুতিনকে উদ্ধৃত করে লিখেছেন, ‘আপনি কি এই লড়াইয়ে রাজি?’ বলা বাহুল্য, পুতিন এই চ্যালেঞ্জের কোনো জবাব দেননি। বিশ্বের ধনীতম মানুষটার ইঙ্গিত স্পষ্ট, সম্মুখ সমরে যিনি জিতবেন, ইউক্রেন নিয়ে সমস্ত সিদ্ধান্ত নেয়ার অধিকারী হবেন তিনিই।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। ইতোমধ্যেই প্রচ্যর প্রাণহানি, সম্পত্তিহানি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটার একের পর এক শহর। বহু মানুষ দেশে ছেড়ে পোল্যান্ড, রোমানিয়ার মতো প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে গেছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজের সংস্থা স্টারলিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিয়েছেন এলন মাস্ক।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com