রাশিয়ার সামরিক সহায়তার প্রস্তাব: চীনকে যা বলল যুক্তরাষ্ট্র

0

চীনের কাছ থেকে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া।  এর জবাবে যুক্তরাষ্ট্র হুশিয়ার করে বলেছে, রাশিয়াকে সামরিক সহায়তা করলে চীনকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে আক্রমণ চালানোর পর রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

কথিত রাশিয়ার ওই অনুরোধের বিষয়ে তারা কিছু জানে না বলে জানিয়েছে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস।

মার্কিন কর্মকর্তারা বলেন, চীন যদি ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধে রাশিয়াকে শক্তি জোগায়, তা হলে পরিণতি ভালো হবে না।

ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকেই দীর্ঘদিনের মিত্র মস্কোকে দৃঢ় মৌখিক সমর্থন দিয়ে আসছে বেইজিং।  কিন্তু প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দিয়েছে বলে জানা যায়নি।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি চীনের কাছে ড্রোনসহ বিভিন্ন সামরিক উপকরণ ও অর্থ চেয়েছে রাশিয়া। কিন্তু মস্কোর এ অনুরোধে চীন কী প্রতিক্রিয়া জানিয়েছে তা জানা যায়নি।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের ১৯তম দিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com