পরমাণু ক্ষেত্রে কোনো ছাড় নয়: ইরান

0

ইরানের শিয়া ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা খামেনী বলেছেন, আঞ্চলিক উপস্থিতি ও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। কারণ এটা জাতীয় শক্তির ওপর আঘাত।

ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

খামেনী বলেন, আঞ্চলিক উপস্থিতি এবং পারমাণবিক ক্ষেত্রে বৈজ্ঞানিক উন্নয়ন ও অগ্রগতির পথ থেকে সরে আসার মতো প্রস্তাবগুলো আমাদের জাতীয় শক্তির জন্য আঘাত। আঞ্চলিক উপস্থিতি আমাদেরকে কৌশলগত দৃঢ়তা দেয় এবং পারমাণবিক বৈজ্ঞানিক অগ্রগতি অদূর ভবিষ্যতের চাহিদা পূরণের সাথে সম্পর্কিত। জাতীয় শক্তি যেকোনো দেশের জন্য অত্যাবশ্যক। যদি কোনো জাতি স্বাধীনতা, মাহাত্ম্য ও দৃঢ়তা অর্জন করতে চায় তাহলে তাকে শক্তিশালী হতে হবে, অন্যথায় দুর্বলতা, অপমান ও ভয়ের কারণে সব সময় বিদেশিদের লোভ-লালসার বিষয়ে উদ্বিগ্ন থাকতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com