পুতিন ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়াকেই দুর্বল করেছেন: কমলা

0

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে পুতিন তার চিরবৈরী সামরিক জোট ন্যাটোকে শক্তিশালী করেছেন, অন্যদিকে নিজের দেশ রাশিয়াকে দুর্বল করেছেন।

এক রাষ্ট্রীয় সফরে বর্তমানে পোল্যান্ডে আছেন কমলা হ্যারিস। বৃহস্পতিবার রাজধানী ওয়ারশে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি।

সাংবাদিকদের  কমলা বলেন, ‘ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে ন্যাটো জোট শক্তিশালী হয়েছে, রাশিয়া হয়েছে দুর্বল; আর এজন্য দায়ী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইতোমধ্যেই এই ব্যাপারটি সবার সামনে প্রতিদিনই স্পষ্ট হচ্ছে।’

ইউক্রেনের বেসামরিক এলাকায় রুশ বাহিনীর গোলা নিক্ষেপের সমালোচনা করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট; বলেন, ‘আমরা শুরু থেকে রুশ বাহিনীন গতিবিধি লক্ষ্য করছি এবং আমাদের পর্যবেক্ষণ বলছে, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী ইউক্রেনে সব সহিংসতার সীমা অতিক্রম করেছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা বলেন, ‘ইউক্রেনে রাশিয়া যা করছে তাকে কেবল বর্বরতার সঙ্গেই তুলনা করা চলে। আমরা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা যায় কিনা— বিবেচনা করছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com