যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘আরও অনেক কিছু করতে পারেন’: জেলেনস্কি

0

পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে চলা যুদ্ধ সেখানেই থেমে যাবে না আর স্বাধীনতার প্রতি এই হামলা বাকি পৃথিবীকেও আক্রান্ত করবে। সোমবার রাতে এবিসি ওয়ার্ল্ড নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি আবারও ইউক্রেনের আকাশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা রাশিয়াকে সেখানে সক্রিয় থাকতে দিতে পারি না কারণ তারা আমাদের ওপর বোমা ফেলছে, গোলাবর্ষণ করছে, ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে, হেলিকপ্টার, যুদ্ধবিমান… আরও অনেক কিছু পাঠাচ্ছে। আমরা আমাদের আকাশ নিয়ন্ত্রণ করতে পারছি না।’

জেলেনস্কি বলেন, তার বিশ্বাস এই যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘আরও অনেক কিছু করতে পারেন’। তিনি বলেন, ‘আমি নিশ্চিত তিনি পারেন আর আমার সেটা বিশ্বাস করতে ভালো লাগে। তিনি সেটা করতে সক্ষম।’

ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়ে আসছে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র। তাদের আশঙ্কা এই ধরনের পদক্ষেপে ইউরোপে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই ধরনের নো-ফ্লাই জোন যেসব দেশ বাস্তবায়ন করতে যাবে তারাও যুদ্ধে অংশ নিচ্ছে বলে ধরে নেওয়া হবে। সোমবার হোয়াইট হাউজে বাইডেনও বলেছেন, সংঘাত থেকে নিজেদের সেনাদের দূরে রাখবেন তিনি।

মার্কিন অবস্থানের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বিশ্ববিদ্যালয়, ক্লিনিকসহ বেসামরিক অবকাঠামোয় ক্ষেপণাস্ত্র হামলা চলছে। তিনি বলেন, ‘মাথার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়তে থাকলে আমার মনে হয় ভূপাতিত করা ছাড়া আর কোনও উত্তর নেই। আপনাদের জীবন রক্ষা করতে হবে।’

যুদ্ধ বাকি পৃথিবীকেও আক্রান্ত করবে বলে সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘প্রত্যেকে মনে করছে আমরা আমেরিকা কিংবা কানাডা থেকে অনেক দূরে আছি। না, আমরা এই স্বাধীন এলাকায় রয়েছি। আর যখন অধিকার ও স্বাধীনতার সীমা লঙ্ঘিত হয়, তখন আপনাদের আমাদের রক্ষা করতে হবে। কারণ আমরা প্রথমে আক্রান্ত হয়েছি। এরপরে আপনারা আক্রান্ত হবেন। কারণ এই পশু যত খাবে, তত চাইবে, আরও চাইবে, আরও বেশি চাইতে থাকবে।’

সূত্র: সিএনএন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com