ফিলিস্তিনিদের মিছিলে ইসরাইলি সেনাদের গুলি

0

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মিছিলে গুলি চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বুধবার ইসরাইলি সেনাদের ওই গুলিবর্ষণে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আইন এল-সুলতান শরণার্থী শিবির থেকে বের হওয়া ফিলিস্তিনিদের মিছিলে গুলিবর্ষণ করেছে ইসরাইলি সেনারা। এ সময় দু’ফিলিস্তিনি যুবক আহত হন। আহত ওই দু’ফিলিস্তিনি যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যানুসারে, জেরিকো শহরের আইন এল-সুলতান শরণার্থী শিবিরের একটি সিনাগগের (ইহুদি উপাসনালয়) কাছে একটি অবৈধ ঘাঁটি বানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি সেনারা এ সামরিক ঘাঁটির মাধ্যমে ওই সিনাগগে যাওয়া ইহুদি বসতি স্থাপনকারীদের নিরাপত্তা নিশ্চিত করেছে।

ফিলিস্তিনিদের জমি দখল করে ইসরাইলি সেনাবাহিনী ওই অবৈধ সামরিক ঘাঁটি নির্মাণ করায় বিক্ষোভ শুরু হয়। এ সময় ফিলিস্তিনিদের ওই বিক্ষোভ মিছিলে গুলি চালায় ইসরাইলি সেনারা। এছাড়া ফিলিস্তিনিদের ওপর টিয়ার গ্যাস শেল ও স্টান গ্রেনেডও নিক্ষেপ করে। এর ফলে ওই ফিলিস্তিনি বিক্ষোভকারীরা এখন চোখের সমস্যায় ভুগছেন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, টিয়ার গ্যাসের কারণে শ্বাসরোধ হওয়া ফিলিস্তিনি বিক্ষোভকারীদের চিকিৎসা দেয়া হয়েছে।

এছাড়া ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা জানিয়েছে, ওই ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে ইসরাইলি সেনাদের ছোড়া রাবার-কোটেড ইস্পাত বুলেটে আহত এক ফিলিস্তিনিও আছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com