নববর্ষের প্রথম সূর্যোদয়ের ছবি প্রকাশ করল নাসা

0

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা নতুন বছরের প্রথম সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য প্রকাশ করেছে।

নাসার ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, মাত্র আলো ফুটেছে। দিগন্তজুড়ে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়ছে মর্ত্যের পৃথিবীতে। সে আলো একদিকে যেমন মন জুড়িয়ে দেয়, অন্যদিকে আলোকিত হয়ে ওঠছে পৃথিবী।

এরই মধ্যে মহাকাশপ্রেমী ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়েছে এই ছবি। প্রথম সূর্যোদয়ের ছবি শেয়ার করে নতুন বছরকে স্বাগত জানিয়েছে আমেরিকার এই মহাকাশ সংস্থা। পাশাপাশি একটি নতুন, সুন্দর ও ইতিবাচক জীবনধারণের বার্তা দেওয়া হয়েছে।

কানাডার একেবারে উপকূলবর্তী এলাকার দুই প্রদেশ নিউফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরকে এই ছবিতে দেখা গেছে। অবশ্য পূর্ব কানাডার কিউবেক প্রদেশেরও দেখা মিলেছে। 

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এক মহাকাশচারী ছবিটি তুলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে এই পুরো এলাকা মেঘের চাদরে ঢাকা থাকে। তবে তার মাঝেই এই বিরল দৃশ্য ধরা পড়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com