ভারতের অশুভ পরিকল্পনা কখনো সফল হবে না: পাকিস্তান

0

পাকিস্তানের বিরুদ্ধে ভারত অশুভ পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। ভারতের এই পরিকল্পনা কখনো সফল হবে না।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর জন্মশহর মুলতানে এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন। জিয়ো টিভির অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শাহ মাহমুদ কোরেশি দাবি করেন, পাকিস্তান সরকারের কাছে শক্ত প্রমাণ আছে যে সন্ত্রাসী ও অন্যান্য নিষিদ্ধ সংগঠনকে ভারত পৃষ্ঠপোষকতা করছে। পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করতে ভারত এই কাজ করছে। কিন্তু তা সফল হবে না।

পাকিস্তানকে অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন শাহ মাহমুদ কোরেশি। তিনি বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের ক্ষতি করতে ভারত কোটি কোটি রুপি বরাদ্দ করেছে।

একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, আফগানিস্তান শান্তিপ্রক্রিয়াও ভন্ডুল করতে চাইছে ভারত।

শাহ মাহমুদ কোরেশি বলেন, শত্রুর ষড়যন্ত্র বানচাল করতে পাকিস্তান বাস্তবিক ও কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে।

পাকিস্তানের বিরোধী দলগুলোর নেতাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বিরোধী নেতাদের ব্যক্তিগত অ্যাজেন্ডা পরিত্যাগ করতে বলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com