‘আচ্ছা’ এখন ইংরেজি শব্দ!

0

অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারির সর্বশেষ সংস্করণে ২৬টি শব্দ ‘ভারতীয় ইংরেজি শব্দ’ হিসেবে যোগ করা হয়েছে। এর মধ্যে বাঙালিদের মধ্যে বহুল প্রচলিত শব্দ ‘আচ্ছা’ও (Accha) স্থান পেয়েছে।

অক্সফোর্ড ডিকশনারির সর্বশেষ সংস্করণে প্রায় ৩৮৪টি ভারতীয় ইংরেজি শব্দ রয়েছে। তবে এর মধ্যে নতুন সংযোজিত শব্দ ২৬টি। এর মধ্যে ২২টি ডিকশনারির প্রিন্টেড ভার্সনে আছে এবং অন্য চারটি-সহ ২৬টিই অনলাইন ভার্সনে রয়েছে।

আচ্ছা শব্দটির অর্থ হিসেবে ইংরেজিতে উল্লেখ করা হয়েছে ‘ওকে’, যা ইতিবাচকতা বোঝাতে ব্যবহার করা হয়। এছাড়া, দ্বিতীয় অর্থ হিসেবে বলা হয়, আনন্দ, আঘাত ও বিস্ময় প্রকাশ করতেও ব্যবহৃত হতে পারে শব্দটি।

এছাড়া, ‘আব্বা’, ‘চাচা’, ‘হরতাল’, ‘শাদি’, ‘দাদাগিরি’, ‘হাট’— হিন্দি, উর্দু ও বাংলায় বহুল প্রচলিত এ শব্দগুলোও সংযোজিত শব্দের তালিকায় রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com