শীতে চুল পড়া থেকে মুক্তির উপায়

0

শীতকালের আগমন, তার সাথে হাজির শুষ্ক আবহাওয়া। এই সময়ে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় ত্বক আর চুল নিয়ে। আর চুলের সমস্যার সমাধান করতে পারে নারকেল তেল। আসুন তাহলে জেনে নেই নারকেল তেলের উপকারিতা।

চুলের ক্ষতি আটকাতে নারকেল তেলের জুড়ি নেই। আপনার ইচ্ছা মত নারকেল তেলকে বর্ম বা প্যাসিফায়ার হিসাবে ব্যবহার করুন।

চুলের সমস্যার সমাধান হিসাবে একমাত্র নারকেল তেল অন্য সব তেলের চেয়ে চুল আর ত্বকের বেশি গভীরে যায়। ফলে সত্যিকারের ভিতরের সৌন্দর্য ফুটিয়ে তোলে।

দীর্ঘ চুলের রহস্য: সুরক্ষিত এবং পরিপুষ্ট চুলের তাৎক্ষণিক ফল হল দ্রুত বৃদ্ধি এবং বেশি লম্বা। এই শক্তিশালী তেলের উপাদান ম্যাজিকের মত কাজ করে চুলের গোড়া শক্ত করে, চুলের বৃদ্ধির হার বাড়ায় এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ফলে আপনার আকর্ষণীয়, ঝলমলে চুলে ভরে ওঠে।

চুল পেকে যাওয়া বন্ধ: চুল পেকে যাওয়ার কারণগুলোর তালিকা অনেক লম্বা। তার মধ্যে পরিবেশ দূষণের সমস্যা, মানসিক চাপ, হরমোনঘটিত পরিবর্তনের মত অনেককিছু আছে। আপনার নারকেল তেলের বোতলটা নিন আর মাথায় মালিশ করুন। এতে মাথার খুলিতে রক্ত চলাচলে উন্নতি হবে, একইসঙ্গে বাইরে থেকেও গভীরে পুষ্টি পৌঁছাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com