জর্জিয়ার পর মিশিগান ধাক্কায় আশা ফিকে ট্রাম্পের

0

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পক্ষে নেওয়ার ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় এবার কফিনে শেষ পেরেক ঠুকলেন মিশিগানের আইনপ্রণেতারা।
এই রাজ্যে জো বাইডেনকে জয়ী ঘোষণার সম্ভাব্য ফলাফল পাল্টানোর আবেদন করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তারা।
বিবিসি জানায়, হোয়াইট হাউসে এক বৈঠকে পর ভোট বৈধতার বিষয়ে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই আইনপ্রণেতা। এর আগে দিনের শুরুতে জর্জিয়ার ভোট পুনর্গণনায় রুদ্ধশ্বাস লড়াইয়ে বাইডেনকে জয়ী ঘোষণা করা হলে বড় ধাক্কা খান ট্রাম্প।
ডেমোক্র্যাট প্রার্থী আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। শুক্রবার বাইডেনের অন্তর্বর্তী টিম প্রথম ১০০ দিনের অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলো ঠিক করেছে। তখনো হোয়াই হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘যাইহোক, আমি বিজয়ী হয়েছি।’
সিএনএন, ফক্স ও বিবিসির রেজাল্ট প্রোজেক্টশনে বলা হয়, জয়ের জন্য ২৭০ ইলেক্টোরালের ম্যাজিক ফিগার পার হয়ে ৩০৬টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী। ট্রাম্পের ইলেক্টোরালের সংখ্যা ২৩২টিতে গিয়ে থেমেছে।
অবশ্য ভোট গণনায় ‘কারচুপির’ অভিযোগ এনে এখনো পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। যদিও কোনো ধরনের কারচুপির অভিযোগ নাকচ করে দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com