শীতে ত্বকের যত্ন নিবেন যেভাবে

0

শীতকাল প্রায় চলেই এসেছে। এ সময়টাতে আমরা বেশ অলস হয়ে পড়ি। বিশেষ করে পানি খেতে এ অলসতার মাত্রাটা বেশি।  এছাড়া গোসলতো আছেই। এ সময়টাতে নিয়মিত গোসল করা হয়না। যদিও শীতকালে একদিন পর পর গোসলের কথা বলছেন বিজ্ঞানীরা। শীতে ত্বক সুস্থ রাখতে আমরা অনেক ক্রিম ব্যবহার করে থাকি। কিন্তু এরপরেও শীতকালে অনেকেই ত্বকের সমস্যায় ভুগে থাকেন। তাই কিভাবে শীতকালে ত্বকের যত্ন নেয়া যায়, এনিয়েই আজকের পর্বটি।

ত্বকে নিয়মিত ক্রিম লাগান
যখন তখন ত্বকে ক্রিম না মেখে গোসলের পর মাখুন। এতে শরীরের আদ্রতা বজায় থাকবে। তাই ত্বক সুস্থ রাখতে নিয়ম করে ক্রিম লাগান।

সঠিক ক্রিম বেছে নিন
শীতে অনেকেই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন। যা কিছু সময় পর ত্বককে শুষ্ক করে তোলে। তাই শীতকালে ত্বক যেন শুষ্ক না হয় সেজন্য অয়েল বেসড ক্রিম মাখুন। এছাড়া শীতকালে নানা সুগন্ধে ভরা বডি অয়েল ব্যবহার করতে পারেন।

হাল্কা গরম পানিতে গোসল করুন
শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করা কষ্ট ও ক্ষতিকরও। এছাড়া ঠান্ডা পানি ব্যবহার করলে সর্দি লাগতে পারে। তাই গোসল করার সময় গরম পানি ব্যবহার করা উচিত। কারণ, এতে ত্বকে প্রয়োজনীয় পরিমাণে তৈলাক্তভাব বজায় থাকে।

শরীরকে আদ্র রাখুন
অনেকেই শীতকালে ঘরে হিটার ব্যবহার করে থাকেন। কিন্তু হিটারের বদলে চেষ্টা করুন হিউমিডিফায়ার ব্যবহার করতে। কারণ, হিটার ঘরের ভিতরের পরিবেশকে গরম করে তুললেও বাতাসকে খুব শুষ্ক করে দেয়, যা ত্বকের জন্য একদমই ভালো নয়। এছাড়াও রোদে বেরোনোর আগে সানস্ক্রিন মাখাসহ অতিরিক্ত ঠান্ডায় হাতমোজা, মাথায় রুমাল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যাবে।

বিষাক্ত, অ্যালার্জিবর্ধক উপাদান বর্জন করুন
শীতকালে অনেকের নানারকম ত্বকের সমস্যা দেখা যায়। এ সময়ে শ্বাসকষ্ট এবং অ্যালার্জি বৃদ্ধি পায়। তাই এই সময় কেমিকেল মিশ্রিত ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো। যাতে অ্যালার্জি না হতে পারে এমন ক্রিম ব্যবহার করা উচিত।

রাতে ক্রিম মেখে ঘুমাতে পারেন
শীতকালে আমাদের শরীরের প্রায় সব জায়গা শুষ্ক থাকে। তাই আদ্রতা বজায় রাখতে হাত, পাত, হাটু, কপাল ইত্যাদি অংশগুলোতে রাতে শোয়ার আগে ক্রিম মেখে নিলে ভালো হবে।

নিয়মিত পানি পান করুন
শরীরের ভেতরে তাপমাত্রা ঠিক রাখতে পানি পান খুবই জরুরি। কিন্তু শীতকালে আমরা অনেকেই খুবই কম পানি পান করে থাকি। তবে ঠান্ডা পানি পান করতে সমস্যা হলে পানি কিছুটা গরম করে পান করা যেতে পারে। এছাড়া সঙ্গে লেবুর রস কয়েক ফোঁটা মিশিয়ে নিলে ভালো উপকার পাওয়া যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com