জুতা থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস, সতর্ক থাকতে করণীয়

0

ভীষণরকম ছোঁয়াচে করোনাভাইরস নিয়ে সবার মনেই প্রশ্ন আর আতঙ্ক। কোন কোন মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস, কী করলে নিজেকে ও আশেপাশের মানুষকে সুরক্ষিত রাখা যাবে এসব নিয়ে চিন্তিত সবাই।

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বলছে, কার্ডবোর্ডের ওপরে ২৪ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে কোভিড-১৯। স্টিল বা প্লাস্টিকের জিনিসের ওপরে এই ভাইরাস বাঁচতে পারে প্রায় তিনদিন।

Shoe-2.jpg

অনেকের দাবি যে জুতায় এই ভাইরাস পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। যেহেতু বেশিরভাগ জুতাই চামড়া, রবার বা প্লাস্টিকের তৈরি, তাই জুতা থেকে করোনাভাইরাস ছড়াতেই পারে।

রাস্তায় যদি কোনো করোনা রোগীর থুতু বা কফ পড়ে থাকে, তার ওপরে পা দিলে, আপনার জুতায় সেই ভাইরাস লেগে যেতে পারে। তাই জুতায় করে আপনি সহজেই নিজের অজান্তে করোনাভাইরাস ঘরে নিয়ে আসতে পারবেন।

এই পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি-

* ঘরে ঢোকার আগে দরজার বাইরে জুতা খুলুন।

* পাবলিক প্লেসে পরে যাওয়া জুতা সাবান ও পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন।

* ওয়াশিং মেশিনে ধোয়া যায় এরকম জুতা মেশিনেই কেচে নিন।

* চামড়ার জুতা ধোয়া সম্ভব নয়, তাই ডিসইনফেকটেন্স লিকুইড দিয়ে ভালো করে মুছে নিন।

* দরজার মুখে আপনার ঘরে পরার স্লিপার রেখে দিন। বাইরের জুতা খুলে পা মুছে ঘরের স্যান্ডেল পরে ভেতরে ঢুকুন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com