স্তন ক্যান্সার প্রধান লক্ষণ বা উপসর্গ:

0

* স্তনের ভেতরে পিণ্ড অথবা স্তন পুরু হয়ে যাওয়া।
★ স্তনের বোঁটা থেকে রক্ত নিঃসরিত হওয়া
★স্তনের আকার বা আকৃতির পরিবর্তন হওয়া
★স্তনের উপরের ত্বকের পরিবর্তন হওয়া (যেমন: গর্ত হয়ে যাওয়া)
★স্তনের বোঁটা ভেতরে ঢুকে যাওয়া
★স্তনের বোঁটার চামড়া কুচকে যায় অথবা চামড়া ওঠে যাওয়া
★স্তনের চামড়া লাল হয়ে যাওয়া

উপসর্গ গুলো দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হন। পরবর্তীতে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করবেন এটি স্তন ক্যান্সার কি না।

#স্তন ক্যান্সারের কারণ
★ যত বয়স বৃদ্ধি হতে থাকে, স্তন ক্যান্সারের ঝুঁকি ততোই বাড়তে থাকে।
★পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে:
★তেজস্ক্রিয়তা: শিশু অথবা তরুণ প্রাপ্তবয়স্ক তেজস্ক্রিয়/বিকিরণ রশ্মি দিয়ে চিকিৎসা করলে পরবর্তী জীবনে তার স্তন ক্যান্সারের বিকাশের সম্ভাবনা থাকে।
★স্থূলতা: মাত্রাতিরিক্ত ওজন (অথবা মোটা) স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে।
★ তাড়াতাড়ি ঋতুস্রাব: ১২ বছর বয়স হওয়ার আগে ঋতুস্রাব হলে তা স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ায়।
★ দেরিতে গর্ভধারণ: ৩৫ বছরের পরে যদি কোনো মহিলা প্রথম সন্তান জন্ম দেয় তবে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।
* মদ্যপান: অতিরিক্ত মদ্যপান স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

#স্তন ক্যান্সার প্রতিরোধ সচেতনতা
★ শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
★ প্রত্যেক নারীরই প্রতিদিন আধঘণ্টা ব্যায়াম অথবা যেকোনো ধরনের শারীরিক পরিশ্রম করা উচিত।
★স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। সবজি জাতীয় খাবার যেমন, বাঁধাকপি, ফুলকপি, ফলমূল।
★অতিরিক্ত মদ্যপান বা মদ্যপান থেকে বিরত থাকতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com