‘আর পারছি না, তোমার গোলামদের উপর রহমত দাও’

0

‘আর পারছি না, তোমার গোলামদের উপর রহমত দাও’

কাজী জসিম উদ্দীন

চোখের সামনে যখন দেখি শুধু একটু অক্সিজেনের জন্য মানুষের আকুতি, আবার পুরো শরীরে পেচিয়ে থাকা ক্যাবেলস কাজ করছে না;জীবনের কঠিন সময়ের বন্ধু ডাক্তাররা অসহায়য়ের মত তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারছে না, তখন চোখের পানিতে নিজের বুক বাসিয়ে উপরের দিকে তাকিয়ে বিশাল ক্ষমতার মালিকের কাছে ফরিয়াদ করি ‘আর পারছি না.. তোমার গোলামদের উপর তোমার রহমত দাও!

কথাগুলো লিখছিলাম আমার পাশের বেডের ৬২বৎসরের এক স্পানিশ ভদ্র মহিলার মৃত্যুকে নিয়ে।
ভাল থাকুন দেশবাসী।

(স্পেন প্রবাসী কাজী জসীম উদ্দীনের লেখা)

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com