করোনার ‘নতুন’ উপসর্গের কথা জানালেন নার্স
কাশি থেকে কফ। সঙ্গে প্রচণ্ড জ্বর আর শ্বাসকষ্ট। নভেল করোনাভাইরাসের এমন উপসর্গের বাইরে ‘গুরুত্বপূর্ণ’ আরেকটি উপসর্গের কথা জানিয়েছেন ওয়াশিংটনের লাইফ কেয়ার সেন্টারের একজন নার্স।
চেলসি আর্নেস্ট নামের ওই সেবিকা জানিয়েছেন, চোখ লাল হওয়া ‘সবচেয়ে একক গুরুত্বপূর্ণ’ লক্ষণ।
মার্কিন গণমাধ্যম সিএনএনকে তিনি বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন, ‘অ্যালার্জি থাকলে চোখ যেমন লাল হয়, এটি তেমনই। তবে চোখের ভেতরের সাদা অংশ লাল হয় না। বাইরে লাল ছায়ার মতো সৃষ্টি হয়।’
আর্নেস্টের এমন দাবির কয়েক ঘণ্টা আগে বিশেষজ্ঞরা গোলাপি চোখ কিংবা চোখের অন্য প্রদাহের ব্যাপারে সতর্ক করেন।
আমেরিকার চক্ষুবিজ্ঞান একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, ‘করোনাভাইরাসে সংক্রমিত হলে প্রদাহের ফলে এক থেকে তিন শতাংশ মানুষের চোখ গোলাপি হয়।’
সোনাল তুলি নামের একজন মার্কিন চিকিৎসক এ বিষয়ে বলেন, ‘নভেল করোনাভাইরাসের নতুন কিছু উপসর্গ নিয়ে আমরা গবেষণা করছি। প্রাথমিকভাবে চোখ দেখেই এটি শনাক্ত করা যাবে বলে আমাদের ধারণা। ভাইরাসটি আক্রমণ করলে ব্যক্তি ভেদে চোখে নানা ধরনের প্রদাহ দেখা দিচ্ছে।’
করোনাভাইরাস হাঁচি-কাশি, কফ এবং থু-থু’র মাধ্যমে ছড়ালেও শরীরের অন্য কোনো নিসৃত পদার্থ থেকে ছড়ায় কি না, সেটি নিশ্চিত নয়।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকেরা চোখের জল নিয়ে গবেষণা করেছেন। তারা জানিয়েছেন, এই মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর নিশ্চিত কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।