করোনা নিয়ে সকলের প্রতি ভিপি নুরের আহ্বান

0

মরণব্যাধি করোনার সংক্রামণ রোধে জনসাধারণকে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

রবিবার (২২ মার্চ) বিকেলে ভিপি নুর তার ফেসবুক স্ট্যাটাসে এই আহ্বান জানান। 

তিনি জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, প্রাণঘাতি করোনা জখন সারা বিশ্বে ছড়িয়ে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।  যার প্রভাব থেকে রক্ষা পায়নি বাংলাদেশও।  এমতবস্থায়  বাংলাদেশ সরকার সংক্রামণ রোধে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।  তাই এই সংক্রামণ রোধে বাসায় অবস্থান করবেন।  

ভিপি নুর দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বন্ধে ব্যবসায়িদের প্রতি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে দেশের এই  বিপর্যয়ের  মুহূর্তে মানবিক দিক বিবেচনায় বাড়িওয়ালাদের বাসা ভাড়া না নেওয়ার অনুরোধ জানান।

এছাড়া তিনি সরকারের প্রতি আহ্বান জনিয়ে বলেন, দেশের  নিম্ন আয়ের মানুষের জন্য সরকারিভাবে চাল, ডাল, তেল, লবণের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ফ্রি তে সরবরাহ করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com