সব কিনে ফেলবেন না

0

আমার এক পরিচিত ‘স্বপ্ন’ সুপার মার্কেটে গিয়েছিলো। হ্যান্ড স্যানিটাইজার কিনতে। কিন্তু পায়নি। সকালের দিকে একজন এসে একা সব স্যানিটাইজার কিনে নিয়ে গেছে। একা সব কেনার সামর্থ্য অনেকের থাকতে পারে, আপনারও থাকতে পারে। কিন্তু কখনো তা করবেন না। কারণ অন্যেরও আছে বাঁচার অধিকার, নিরাপদ অনুভব করার অধিকার। আর আপনি একা সব কিনে ফেললে অন্যরা আক্রান্ত হলে আপনি বাঁচবেন কিভাবে?

কাজেই উন্মাদ বা স্বার্থপরের মতো হবেন না।

বিপদের সময় বোঝা যায় মানুষের মনুষ্যত্ব। বাজারে ঘনঘন না যেতে চাইলে সামান্য বেশি কিনে রাখুন। কিন্তু হামলে পড়ে সবকিছু না। সব কিনে জমিয়ে রাখলে আপনি মানুষ না, অমানুষ!

গরমের প্রকোপ শুরু হবে একমাসের মধ্যে। ইনশাআল্লাহ করোনার প্রকোপ এমনিই কমে যাবে দেশে। আতংক নয়, চাই সতর্কতা।

(লেখক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, লেখাটি তার ফেসবুক পেজ থেকে নেয়া।)

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com