কীভাবে হাত-পা ধুলে করোনাভাইরাস থেকে দূরে থাকা যাবে?

0

করোনা আতঙ্ক কাটাতে যে সব উপদেশ মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা,  এদের মধ্যে হাত-পা ধোয়ার বিষয়টি প্রধান।

ভাইরাসঘটিত অসুখের অনেক সময় হাত-পা থেকে ছড়ায়। তাই বাইরে থেকে ঘুরে এলে খুব ভালো ভাবে হাত-পা ধোয়া প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাত-পা ধোয়ার সময় কিছু বিষয়ের ওপর জোর দিতে বলেছে। 

১। বাইরে থেকে ঘুরে এসে অন্তত হাতের কনুই ও পায়ের হাঁটু পর্যন্ত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

২। সাবান ব্যবহার ভালো, তবে অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার না করে ইথাইল অ্যালকোহল দিয়ে বানানো হ্যান্ড ওয়াশ বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে হাত-পা ধুয়ে নিন।

৩। হাতের উপরিভাগ, নখের কোণ, আঙুলের প্রতিটা ফাঁক ভালো করে ধুতে হবে। এ সব স্থানে আগে থেকে কোনো রকম কাটা-ছড়া থাকলে ত্বক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে সাবান ও হ্যান্ড ওয়াশ বাছাই করুন।

৪। হাত ধোয়ার পর কোনো কিছু না ছুঁয়ে হাত শুকিয়ে নিন প্রাকৃতিক বাতাসে বা ফ্যানের তলায়। তোয়ালে ও গামছা খুব পরিষ্কার রাখুন। প্রতি দিন সেগুলো ধুয়ে রাখুন।

৫। যাতায়াতের পথে সর্দি-কাশিতে আক্রান্ত কোনো বাইরের মানুষের সংস্পর্শে এলে সুযোগ পেলেই অন্তত শুধু পানি দিয়ে হলেও হাত মুখ ধুয়ে নিন। পরে বাড়িতে ফিরে ভালো করে পরিষ্কার করে নেবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com