ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে কুরস্কে অবস্থান করছে উত্তর কোরিয়ার ১০ হাজার সৈন্য
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়ার হাজার হাজার সৈন্য এখন রাশিয়ার অভ্যন্তরে অবস্থান করছে বলে ধারণা করছে পশ্চিমারা। এর মধ্যে অন্তত ১০ হাজার উত্তর কোরীয় সৈন্য রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থান করছে বলে দাবি করেছে পেন্টাগন।
রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে পশ্চিমাদের সহায়তায় দেশটির কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন। সেখান থেকে এখনো ইউক্রেনীয়দের অগ্রযাত্রা রুখে দিতে পারলেও এখনো তাদের পুরোপুরি হটাতে পারেনি রাশিয়া। তাই সেখানে উত্তর কোরীয় সৈন্যদের ব্যবহার করা হতে পারে ধারণা করা হচ্ছে।
যদিও পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট রাইডার উত্তর কোরিয়ার সৈন্যরা সরাসরি যুদ্ধে জড়িয়েছেন কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
রাইডারের ধারণা, রাশিয়ার অভ্যন্তরে এখন ১১ থেকে ১২ হাজার উত্তর কোরিয়ান সৈন্য অবস্থান করছেন। এর মধ্যে কুরস্কে ১০ হাজার ও বাকিরা পূর্ব রাশিয়াতে রয়েছেন। তবে শিগগিরই রাশিয়ায় অবস্থান করা সব উত্তর কোরীয় সৈন্য কুরস্ক সমবেত হবেন।
সোমবার (৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে রাইডার বলেছেন, ‘উত্তর কোরিয়ার সৈন্যরা যদি সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক কার্যকলাপে যুক্ত হয়, তাহলে তাদেরকে সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করা হবে।’