তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি: এ্যানি

0

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন লালন করেন। তিনি একটা নতুন রাজনীতি উপহার দেবেন এবং তার নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি।

এ্যানি বলেন, ৫ আগস্টে যে পালিয়ে গেছে, তাকে নিয়ে আর কী কথা বলব, বেহুদা বলা। কিন্তু যা করে গেছে তা মনে রাখার মতো। চিরদিন মনে রাখতে হবে সেই ফ্যাসিস্ট হাসিনার কথা, ভুলা যাবে না। খালেদা জিয়ার আপসহীন স্টাইলে কাজটা করার চিন্তা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাবার্তা, বডি ল্যাংগুয়েজ, বক্তব্য চেঞ্জড। সুতরাং আগের রাজনীতি চলবে না। ১৭ বছরের ট্রেন্ড চলবে না। নতুনভাবে মানুষকে আশ্বস্ত করতে হবে। তারেক রহমান একটা নতুন রাজনীতি উপহার দেবেন। নতুন একটা সমাজব্যবস্থা উপহার দেবেন। কারণ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, হাসিনা যেদিন বিদায় নিয়েছে, তার আগ পর্যন্ত জেলে ছিলাম। ফেনীতে বক্তব্য দিয়েছিলাম, হাসিনাকে ছেড়ে কথা বলিনি। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি। এটা আমাদের অধিকার, প্রত্যয়।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজনীতি করি, নেতৃত্ব দিই, ইনকাম করার জন্য? না এটা চলবে না। রাজনীতি করবেন সেবা করার জন্য, সম্মানের জন্য। পদ যদি নিতে চান, পদ নেবেন পদের পেছনে কি কাজ করতে হবে, কি দায়িত্বগুলো পালন করতে হবে, তা বুঝে নেবেন, বুঝিয়ে দেবেন। এটা তারেক রহমানের কথা। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবো এ ভাব থেকে সরে আসতে হবে। কারণ আমরা (বিএনপি) দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে।

তিনি বলেন, আজকে অন্তর্বর্তী সরকার আজকে যে সংস্কারের কথা বলছেন। এ সংস্কার তারেক রহমানের ৩১ দফার প্রতিফল। প্রফেসর ইউনূস লন্ডন গেছেন। তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। এখন অনেকেই বলেন তিনি কেন লন্ডনে বৈঠক করলেন। আগে তো বিএনপির সঙ্গেই বৈঠক হবে। বিএনপি বড় দল। তাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।

তারেক রহমান আগামী সরকারের প্রধানমন্ত্রী হবে জানিয়ে এ্যানি বলেন, রমজানের আগে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে আমরা ধরেই নিতে পারি বাংলাদেশের জাতীয়তাবাদী দল এ সরকারের প্রতিনিধিত্ব করবে। তারেক রহমান সে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এখন থেকে তারেক রহমান সে প্রস্তুতি নিচ্ছেন, ১৮০ দিনে কি করবেন, ৩৬৫ দিনে কি করবেন। তাই নতুন চিন্তায় বর্বর-জঙ্গি যুগকে পাশ কাটিয়ে, ১৭ বছরের ট্রেন্ডকে বাদ দিয়ে, নতুন ট্রেন্ডে, নতুন চিন্তায় বাংলাদেশকে বির্নিমাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.