জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

0

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আগামী ১৮ মার্চ থেকে তাদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়া হবে।

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

ফরহাদ হালিম বলেন, জুলাই বিপ্লবে শহীদ-আহত নিয়ে সরকারের দেওয়া তালিকা থেকে সাড়ে ৮০০ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হবে।

তিনি বলেন, আমরা যারা সুস্থ আছি তারা হয়তো আনন্দ মুখর পরিবেশে ঈদ উদযাপন করবো। কিন্তু জুলাই-আগস্ট বিপ্লবে আমরা যাদের চিরদিনের জন্য হারিযেছি, তারা কেউ আমার ভাই কেউ আমার সন্তান। সেই ভাই হারা এবং সন্তান হারা স্বজনদের পাশে দাঁড়াতে চায় জিয়াউর রহমান ফাউন্ডেশন। ভাগাভাগি করে নিতে চায় তাদের আনন্দ-বেদনা। সীমিত সামর্থ্য নিয়ে আমরা পৌঁছে যেতে চাই প্রতিটি শহীদ পরিবারের কাছে। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে যাবে আমাদের সদস্যরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com