ইফতারে বেশি বেশি ফল রাখা উচিত

0

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীর পানিশূন্য হয়ে পড়ে এবং শক্তি কমে যায়। তাই ইফতারের সময় এমন খাবার খাওয়া উচিত, যা দ্রুত শক্তি পুনরুদ্ধার করে, শরীরকে হাইড্রেটেড রাখে এবং সহজে হজম হয়। এক্ষেত্রে ফল হলো সবচেয়ে ভালো ও স্বাস্থ্যকর খাবার।

ফল প্রাকৃতিকভাবে পুষ্টিকর, হালকা এবং সহজে হজমযোগ্য, যা শরীরে দ্রুত শক্তি ফেরায়। তাই ইফতারে বেশি বেশি ফল রাখা উচিত। ইফতারে ফল খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা। আসুন জেনে নেওয়া যাক-

দ্রুত শক্তি পুনরুদ্ধার করে

ফলে প্রাকৃতিক চিনি (ফ্রুক্টোজ) থাকে, যা শরীরকে দ্রুত শক্তি দেয়। সারাদিন না খেয়ে থাকার পর রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, ফল খেলে তা দ্রুত পূরণ হয়।

পানিশূন্যতা দূর করে

তরমুজ, কমলা, পেপে, শসা, আঙুর, স্ট্রবেরির মতো ফলে পানির পরিমাণ বেশি থাকে। এগুলো শরীরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা রোজার সময় খুবই গুরুত্বপূর্ণ।

হজমে সহায়তা করে

ফলে প্রচুর ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ফলে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যা রোজার সময় সুস্থ থাকতে সাহায্য করে।

ডিহাইড্রেশন ও এসিডিটি কমায়

গরমের দিনে রোজা রাখলে ডিহাইড্রেশন ও এসিডিটি হতে পারে। তরমুজ, বেল, ডাবের পানি ইত্যাদি ফল খেলে এসিডিটি কমে এবং শরীর ঠান্ডা থাকে।

খেজুর দিয়ে ইফতার শুরু করুন, এরপর অন্য ফল খান। ফলের সঙ্গে দই বা চিয়া সিড মিশিয়ে খেলে আরও উপকার পাওয়া যায়। ফলের রসের পরিবর্তে আসল ফল খান, কারণ জুসে ফাইবার কম থাকে। ফল কাটার পর বেশি সময় রাখবেন না, এতে পুষ্টি নষ্ট হতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com