আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো: অ্যাটর্নি জেনারেল
আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রবিবার (১৬ মার্চ) হাইকোর্টের রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা আনার জন্য ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি যে ধারণা, এই রায়ের মাধ্যমে সে ধারণা প্রতিষ্ঠিত হলো।’
তিনি আরও বলেন, ‘আজ রায়ের মধ্য দিয়ে সমাজে এই বার্তা গেলো যে, আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পেছনে যত শক্তি থাকুক না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। ন্যায়বিচার হবেই।’
মো. আসাদুজ্জামান বলেন, ‘আবরার ফাহাদের মৃত্যু এটাই প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে যে, ফ্যাসিজম যত শক্তিশালীই হোক, মানুষের মনুষত্ববোধ কখনও কখনও জেগে উঠে সব ফ্যাসিজমকে ভেঙে দুমড়েমুচড়ে দিতে পারে।’
এর আগে বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামিরই সাজা বহাল রেখে রায় দেন হাইকোর্ট। রায়ে পাঁচ আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রাখেন আদালত।
রবিবার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।