আমরা ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ৯০ দিনের মধ্যে মাগুরার শিশুটির হত্যাকারীদের শুধু দ্রুত বিচারই নয়, বিচারের রায় কার্যকর হয়েছে সেটিও দেখতে চাই।
তিনি বলেন, অনেকে এক সপ্তাহ দাবি করলেও দেশের আইনে সেটি সম্ভব হবে না। তাই আমরা ৯০ দিন বলেছি। কিন্তু ৯১ দিন দেখতে চাই না।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শফিকুর বলেন, ঘরে ঘরে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল আর শর্ট ফিল্ম এ দুটির মাধ্যমে আমাদের গোটা সংস্কৃতি, সামাজিকতা, পারিবারিক বন্ধন, সবকিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। যে শিশুটি লাঞ্ছিত হলো, সারা দেশ যার কারণে আজকে লজ্জিত, তার আপনজনেরাই তার সেই সর্বনাশ করেছে। মানুষকে পশুর স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি। অভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক-এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, আমরা চাই।
জামায়াত আমির এর আগে সকাল ১০টার দিকে সোনাইকুণ্ডি গ্রামে শিশুটির কবর জিয়ারত ও দোয়া করেন।