ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

0

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনাকে হত্যাচেষ্টা বলে অভিহিত করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবার (১৩ জুলাই) রাতে পেনসিলভেনিয়ার বাটলারে এক সংবাদ সম্মেলনে এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, ঘটনাস্থল এখনও একটি সক্রিয় অপরাধের দৃশ্য। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত; কী উদ্দেশে তারা এ ঘটনা ঘটিয়েছে বা হামলায় ব্যবহৃত অস্ত্র শনাক্ত করতে কাজ করছে এফবিআই। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনও তথ্য যা তদন্তে সাহায্য করতে পারে তা এফবিআইকে জানাতে জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন রোজেক।

ঘটনাস্থলে বোমা শনাক্ত করণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে।

হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি। তবে একজন বন্দুকধারীকে অস্থায়ীভাবে চিহ্নিত করা হয়েছে। তবে তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। বায়োমেট্রিক্স এবং ডিএনএর মাধ্যমে সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com