চীনের পুতুল নয় তাইওয়ান

0

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চীনের পুতুল নয় তাইওয়ান। ভারতে অবস্থিত চীনা দূতাবাসের এক বিবৃতিতের জবাবে তিনি এই মন্তব্য করেন।

চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছিল যে গত ২৯ ফেব্রুয়ারি ভারতের একটি টিভি তাইওয়ানের পররাষ্ট্র দফতরের প্রধান যোশেফ উয়ুর একটি সাক্ষাতকার প্রচার করে। এটি ‘তাইওয়ানের স্বাধীনতার’ পক্ষে তাকে কথা বলার সুযোগ করে দেয়া হয়। চীন ওই বক্তব্য মিথ্য তথ্য হিসেবে নাকচ করে দিয়েছে। চীনা দূতাবাস আরো জানায়, এটি এক চীন নীতির মারাত্মক লঙ্ঘন এবং পুরোপুরি অগ্রহণযোগ্য।

এর জবাবে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে জানায়, ভারত বা তাইওয়ান কেউ চীনের অংশ নয়। আর আমরা চীনের পুতুল নই। উভয় দেশ গণতন্ত্রী এবং এই দুই দেশের প্রতিধ্বনিশীল মিডিয়াকে চেপে রাখা যায় না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com