পশ্চিম তীরে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী: ফিলিস্তিনি মন্ত্রণালয়

0

ইসরাইলি সেনারা শনিবার অধিকৃত পশ্চিম তীরে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

মন্ত্রণালয় জানায়, খুব ভোরে ভূখন্ডের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি শক্তিশালী ঘাঁটি জেনিনের কাছে কাবাতিয়ায় ২৫ বছর বয়সী একজন ডাক্তারকে তার বাড়ির বাইরে হত্যা করা হয়। রামাল্লার কাছে এল-বিরহে আরেক ফিলিস্তিনি নিহত হন।

শহরে প্রচুর সংখ্যক সাঁজোয়া যান নিয়ে হামলা চালানোর সময় জেনিনে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছে, সম্প্রতি প্রায় ২০ বছরের মধ্যে পশ্চিম তীরে এটি ছিল সবচেয়ে মারাত্মক ইসরাইলি অভিযানের দৃশ্য।

শনিবার প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ইসরাইলি সেনাবাহিনী জেনিনের পাবলিক হাসপাতাল ও ইবনে সিনা ক্লিনিক ঘিরে রেখেছে এবং সৈন্যরা অ্যাম্বুলেন্স তল্লাশি করছে। তারা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে প্রচন্ড লড়াইয়ের কথাও জানিয়েছে।

শনিবার (৭ অক্টোবর) ইসরাইলে হামাসের আন্ত:সীমান্ত হামলার পর থেকে পশ্চিম তীরে সহিংসতার বৃদ্ধি পেয়েছে।

হামাস সরকারের হিসাবে, ইসরাইল বোমা হামলা ও স্থল অভিযান চালিয়ে গাজায় এ পর্যন্ত প্রায় ১৫ হাজার লোককে হত্যা করেছে, যাদের বেশিরভাগই বেসামরিক লোক।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com