আ.লীগ সরকারকে বিদায় করে ছাড়ব: নজরুল ইসলাম খান

0

‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, লুটপাট ও টাকা পাচার বন্ধ করতে হলে এ সরকারকে বিদায় করতে হবে। এ জন্য ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

গতকাল বুধবার (১১ জানুয়ারি) ময়মনসিংহে হরিকিশোর রায় রোডে রাষ্ট্র মেরামতের ১০ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালনকালে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু দেশের মানুষ আজ ভালো নেই। বিদ্যুৎ ও তেলের দাম আবার বাড়ানোর কথা বলা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করব।’

এ সময় নজরুল ইসলাম খান গ্রেপ্তার করা স্থানীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, ‘পত্রিকায় দেখলাম সরকারকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না। কী করলে সরকারের পতন হবে, আমরা জানি। আমরা তাই করব। এ সরকারকে বিদায় করে ছাড়ব ইনশা আল্লাহ।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com